সৌরভের ১টাকা হাতছাড়া হতে চলেছে

নিউজ ডেস্ক ::একেই বলে ভাগ্যের পরিহাস। কোনো নিয়ম না মেনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সব করা যায় না তা বলে দিলো কলকাতা হাইকোর্ট। ইস্পাত কারখানা তৈরি করার জন্য ১ টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। কিন্তু তা যে বেআইনি তা সকলেই জানে। স্বাভাবিক কারণেই এই নিয়ে অভিযোগ জানানো হয় আদালতে। প্রশ্ন ওঠে, প্রয়াগের ফিল্ম সিটির জমি, যা বাজেয়াপ্ত করা হয়েছিল, তা কীভাবে সৌরভকে ১ টাকায় লিজ দেওয়া হল! বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। আদালত বিষয়টা নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্য সরকারের উপর। আদালতের পর্যবেক্ষণ যদি প্রয়াগ ফিল্ম সিটির জমি রাজ্য বাজায়প্ত করে তাহলে নিয়ম মেনে সেই জমি অন্যকে দিতে হবে। কোনো স্বজন পোষণ চলবে না।

আদালত বিস্তারিতভাবে এর নিয়ম ব্যাখ্যা করে বলেন, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে বলে জানানো হয়েছে। আর এই ভ্যালুয়েশনের কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবি(SEBI)-কে। ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে জানাল হাইকোর্ট। সেই নিলামে যদি সৌরভ তথা সংশ্লিষ্ট সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে, তখন সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে জোর ধাক্কা খেলো রাজ্য ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। রসিকতা করে বিরোধী দলের এক নেতা বলেন, মাঝখান থেকে সৌরভের ১ টাকা হাতছাড়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *