নিউজ ডেস্ক ::একেই বলে -‘মরার উপর খাঁড়ার ঘা।’ শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের এক সময়ের বেতাজ বাদশা আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। আর প্রায় সঙ্গে সঙ্গেই আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলো। রাতারাতি আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হল মামলা। যার জেরে ফের একবার আরাবুলের গ্রেফতারি নিয়ে ভাঙড়ে জল্পনা শুরু হয়েছে। ওদিকে শুক্রবার সন্ধ্যায় সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন আরাবুল। কোনও প্রতিক্রিয়া দেননি তাঁর ছেলে হাকিমুলও। এখন আরাবুল কি আবার গ্রেফতার হতে চলেছে? প্রশ্ন নাগরিক মহলের।
আরাবুলের সাসপেন্সন নিয়ে অবশ্য রসিকতাও কম নেই। এর আগে আরাবুলকে ৬ বছরের জন্য দল সাসপেন্ড করে আবার ৬ মাসের মধ্যে দলে ফিরিয়েও নিয়েছিল। সেকথা মাথায় রেখে এবার সাসপেনশনের পরে প্রকাশ্যে টুঁ শব্দটি করেননি আরাবুল। তবে পরিস্থিতি যে বদলে গিয়েছে তা টের পাওয়া যায় শুক্রবার রাত বাড়লে। জানা যায় ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিজয়গড় থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর ঘটনায় আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভাঙচুর, সরকারি কাজে বাধাসহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়!