এবার ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলো ইতালি

নিউজ ডেস্ক ::রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রায় তিন বছর হতে চললো। বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বুধবার মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। তারপরেই তার সঙ্গে জেলেনস্কির মিটিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। জানা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে অস্ত্রভাণ্ডারে টান পড়েছে ইউক্রেনের। দ্রুত ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে মেলোনির সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি। কিয়েভের জন্য নতুন সামরিক প্যাকেজ ঘোষণা ইটালির সরকার। বুধবারই ইউক্রেনে ভয়ংকর হামলা চালায় রাশিয়া। জাপোরিঝজিয়ার মতো জনবহুল শহরে আছড়ে পড়ে একের পর এক রুশ বোমা। প্রাণ হারান ১৩ জন। যার কড়া নিন্দা জানান জেলেনস্কি। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নকে আরও কাছে পেতে চায় ইউক্রেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রোমে মেলোনির সঙ্গে বৈঠকে বসেন তিনি। দুই রাষ্ট্রনেতার আলোচনাতেও উঠে আসে এই হামলার প্রসঙ্গ। এনিয়ে এক্স হ্যান্ডেলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, ‘ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতে আমি আপ্লুত। জাপোরিঝজিয়ায় রাশিয়া যে নৃশংস হামলা চালিয়েছে সেনিয়ে আমরা আলোচনা করেছি। রাশিয়ার আক্রমণ থেকে আমাদের গ্রাম, শহর ও মানুষজনদের বাঁচাতে আমি ইটালির সহযোগিতা চেয়েছি।’ প্রসঙ্গত রাশিয়াও ইসরাইলের মতো সমস্ত যুদ্ধ নীতি বর্জন করে ইউক্রেনের গ্রামে, হসপিটালে, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ করছে। আগামী ১০ বছরের জন্য ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে পশ্চিমের ৭টি দেশ। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন অস্ত্রবলেই রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করেছে কিয়েভ। মস্কোর প্রতিটা আক্রমণের কড়া জবাব দিচ্ছে ইউক্রেনীয় ফৌজ। কিন্তু এবার ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে ওয়াশিংটনের। এখন দেখার ইতালি কিভাবে ইউক্রেনকে সাহায্য করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *