নিউজ ডেস্ক ::ব্যাপারটা শুনলে চমকে যেতে হয়। এই চূড়ান্ত বেতারত্বের যুগে প্রায় কিছু না করেই এতো টাকা রোজগার! ঘটনা জাপানের। টোকিওর বাসিন্দা শোজি মরিমোটো নিজের শরীরকে ভাড়া দিয়েই আয় করেন বছরের ৫০ লক্ষ টাকার কাছাকাছি। প্রতি বুকিংয়ে মেলে পাঁচ হাজার টাকা বা দশ হাজার জাপানি ইয়েন। তবে সে কিন্তু কখনোই কারোর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক তৈরী করে না। কিন্তু তাকে কেনই বা অতিরিক্ত টাকা দিয়ে ভাড়া করেন ক্রেতারা? আসলে সে বেশ রসিক মানুষ। অসাধারণ সঙ্গ দিতে পারে, গল্প করতে পারে। আর তার বিনিময়ে করে ভালো রোজগার।
কোনও কাজ না করেই যেখানে আয় হবে এত লক্ষ লক্ষ টাকা। তবে এরকম বসে আয় করতে হলে মানতে হবে একটিই শর্ত। ভাড়া দিতে হবে নিজেকেই। শুনতে আজব লাগলেও এটাই সত্যি। শোজি মরিমোটো। গোটা বিশ্বজুড়ে আপাতত চর্চিত তারই নাম। কিছু না করেই মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন তিনি। একটি সমীক্ষা অনুযায়ী, বিশ্বে বাড়ছে একাকিত্ব। কার্যত মহামারির আকার ধারণ করছে এই মানসিক রোগ। ইংল্যান্ডে ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে ৬০ শতাংশ মানুষই কোনও না কোনও ভাবে একাকিত্বের শিকার। একই অবস্থা জাপানেরও। বিশেষজ্ঞদের মতে, জাপানের পড়ন্ত জন্মহারের অন্যতম কারণ একাকিত্ব। আর সেই একাকিত্ব দূর করতে দারুনভাবে সক্ষম এই যুবক। তাই জাপানের বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসে তার।