বিষাক্ত স্যালাইন রাজ্য জুড়ে – নীরবতা পালন করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর

নিউজ ডেস্ক ::মেদিনীপুরের বিষাক্ত স্যালাইনে মৃত্যু একজনের, গুরুতর অসুস্থ আরও তিনজন প্রসূতি। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা বাংলা। আর তার পরেই সামনে আসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ অবস্থা। এবার কোনও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নয়, রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এও ‘বিষ’ স্যালাইন! শনিবারই সামনে এল সেই ছবি। শুক্রবার এই একই সংস্থার স্যালাইনে মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে এক প্রসূতির। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। ডায়ালিসিস করে তাঁদের বাঁচানোর চেষ্টা চলছে। তারপরও ছবিটা বদলাল না। শুধু এসএসকেএম নয়, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, যেদিকে তাকাবেন, সেখানেই এই ছবি। কোথায় গেলো স্বাস্থ্যমন্ত্রীর সাবধান বাণী? কোথায় গেলো স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ?

স্বাস্থ্য ভবন বলার পরও রাজ্যের সর্বত্র যে ছবি দেখা গেল, তাতে প্রশ্ন উঠছে, প্রশাসন কি আরও মৃত্যুর জন্য অপেক্ষা করছে? কর্নাটকে যে স্যালাইনে প্রসূতি মৃত্যু হয়েছিল, সেই স্যালাইনেই মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। বিতর্কিত সংস্থার সবকটি প্রোডাক্টের ব্যবহার বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছিল স্বাস্থ্য ভবন। কিন্তু কার বা কাদের নির্দেশে এখনও চলেছে সেই বিষাক্ত স্যালাইনের ব্যবস্থা? এই প্রশ্নের কোনো উত্তর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *