মকর সংক্রান্তি – একটি প্রতিবেদন

নিউজ ডেস্ক ::যেকোনো সংক্রান্তি হিন্দু ধর্মের কাছে খুবই পবিত্র। তারমধ্যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি খুবই তাৎপর্য বহন করে। এইদিন ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ মকর স্নান করে পুণ্য অর্জন করেন। তবে এই বিষয়ে ভারতীয় জ্যোতিষের কিছু পরামর্শ আছে। মকর সংক্রান্তি দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। আর এদিন থেকেই সূর্য উত্তর দিকেও যেতে শুরু করে। মকর সংক্রান্তি সারা ভারতে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। আর এই উৎসব পঞ্জাবে একদিন আগে পালিত হয়, যা লোহরি নামে পরিচিত। আর খিচড়ি উৎসব বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে খুব জনপ্রিয়। এই মকর সংক্রান্তি উৎসব খুব বড় করে পালিত হয় মূলত দক্ষিণ ভারতে। যা পোঙ্গল নামে পরিচিত।

জ্যোতিষ শাস্ত্র জানাচ্ছে, মকর সংক্রান্তির দিন সকালে উপোস করে আচার, অনুষ্ঠান মেনে দারিদ্র মানুষদের দান করুন, এতে জীবনে সফলতা লেগেই থাকে। এদিন মিষ্টি, খিচুড়ি খাবার কাপড় দান করা অত্যন্ত শুভ। এই দিন চিনাবাদাম দান করা কিন্তু অত্যন্ত শুভ। এতে আপনার জীবনে সমস্ত সুবিধা, আর্থিকদিকে খুব লাভ হয়। মকর সংক্রান্তি দিন হলুদ রঙের কাপড় ও লাড্ডু দান করুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়াও ছোলার ডাল, পাকা কলা দারিদ্র ব্যক্তিদের দান করুন।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে আপনি যদি মন্দিরে যান এবং সেখানে দাঁড়িয়ে দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা পাবেন। শুধু তাই নয় ব্রাহ্মণদের খাওয়ানোও অত্যন্ত শুভ। মকর সংক্রান্তির দিনে এই কাজগুলি করলে আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। দেশের বিভিন্ন প্রান্তে মকর স্নান হয়। কুম্ভস্নান ও গঙ্গাসাগর স্নানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *