নিউজ ডেস্ক ::প্রতিবাদ মিছিল থেকে ইতিমধ্যে আওয়াজ উঠেছে, প্রয়োজনে ইউনিসের অবস্থাও শেখ হাসিনার মতো করা হবে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। প্রতিদিন দাম বাড়ছে। আর সরকার ব্যস্ত শুধু ভারত ও হিন্দু বিরোধিতায়। কিন্তু টান পড়েছে মানুষের পেতে। সরকার চালু করেছে নতুন কর বিধি। আর তাতেই দাম চড়েছে বহু জিনিসের। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এ ছাড়াও মোবাইল ফোনের সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার পোশাক– আশাকের দামও বাড়তে পারে ভ্যাট বৃদ্ধির কারণে। বাড়তে পারে রেস্তোরাঁয় খাওয়ার খরচও।
চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে বাংলাদেশ সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের।এর আগে ১ জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাস করা হয়। এর পর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা নির্দেশ আকারে জারি করা হয়। ক্ষোভে পথে নেমেছে প্রতিবাদ মিছিল। প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এখন দেখার কিভাবে ইউনুস সরকার এই প্রতিবাদকে সামাল দেন।