নিউজ ডেস্ক ::দক্ষিণবঙ্গে এবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও উত্তরের পাহাড়ে কিন্তু তাপমাত্রার পতন অব্যাহত। দক্ষিণবঙ্গে সকালের দিকে ভালো কুয়াশা দেখা গেছে।
রবিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে সামান্য ওপরে। এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি নীচে। ১২ জানুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ঠান্ডা কিছুটা কমবে। এরপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলেই আপাতত জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে তা ফের কিছুটা নিম্নমুখী হবে ২ দিন পরই।
অন্যদিকে ১২ জানুয়ারি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালক বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পঙে। পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। এদিকে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি আছে দার্জিলি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।