নিউজ ডেস্ক ::একেই হয়তো বলে দেশপ্রেম। দেশ যখন বিপদে পরে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়াটাই প্রকৃত দেশকে ভালোবাসা। আর সেটা করিয়ে দেখাচ্ছেন ক্যালিফোর্নিয়ার জেলবন্দি আসামীরা। আগুন ছড়িয়েছে ৩৭ হাজার একরেরও বেশি অঞ্চল জুড়ে। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। হাজার দশেকেরও বেশি স্থাপত্য ধূলিসাৎ লেলিহান শিখার ছোবলে। পরিস্থিতি সামাল দিতে লড়ছেন দমকল কর্মীরা। আর তাঁদের দলে রয়েছেন জেলবন্দিরাও! প্রায় হাজারখানেক জেলবন্দি অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর কাজ করে চলেছেন। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন তথা সিডিসিআরের এক দীর্ঘকালীন স্বেচ্ছাসেবী কর্মসূচিরই অংশ এটা। এভাবেই তাদেরও ট্রেনিং দেওয়া হয়।
সাধারণভাবে জেলবন্দিদের মানুষ খুব সুনজরে দেখে না। বরং তাদের একটু দূরে সরিয়ে রাখতে চায়। কিন্তু এই কাজের মধ্য দিয়ে তারা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেন। আসল কথা হৃদয়ে জমে থাকা দেশের প্রতি ভালোবাসা। মানুষ স্বকৃতি দিক বা না দিক। সরকার যথার্থ পরিশ্রমিক দিক বা না দিক, ওই আসামীরা কিন্তু হয়ে উঠছেন দেশের ‘হিরো’ – এটাই ওদের স্বীকৃতি।