১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

নিউজ ডেস্ক ::পাকিস্তানের অবস্থা এমনিতেই ‘ভাড়ে মা ভাবনী’! সেই পরিস্থিতিতে শুধুই ভারত বিরোধিতার লক্ষ্যে পাকিস্তান চাইছে বাংলাদেশের মানুষের মন জয় করতে। তাই পাকিস্তানের তরফে এবার বাংলাদেশকে সাহায্য করার বিষয়ে বড় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্কলারশিপের মাধ্যমে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন করেছেন। জানা গিয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, সৌহার্য্যের অংশ হিসেবে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে পাকিস্তানের এমন কোনো বিশ্ব মানের ইউনিভার্সিটি কি আছে, যেখানে বিদেশ থেকে ছাত্ররা পড়তে যাবে!

এটা শুধুই যে আই ওয়াশ তা বুঝতে কারোর অসুবিধা হবে না। এখানেই শেষ নয়, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (ওআইসি)-এর অধীনস্ত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি (কমস্টেক) এবং পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌথভাবে একটি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা শুরু হয়েছে। এমন কি খবরে প্রকাশ ইউনুস সরকার পাকিস্তান থেকে প্রচুর মারনাস্ত্র কেনার জন্য চুক্তি পর্যন্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *