২০০ বছর আগে সূর্যের রং কেন নীল হয়ে গিয়েছিল?

নিউজ ডেস্ক ::২০০ বছর আগে একবার বেশ কিছুদিনের জন্য পৃথিবী থেকে সূর্যের রং পরিবর্তিত হয়ে প্রায় নীল হয়ে গিয়েছিল। সেই রং পরিবর্তনের কারণ কিন্তু এতদিন অজানাই ছিল এবার হঠাৎ তা আবিষ্কার করলেন কিছু বৈজ্ঞানিক। বিজ্ঞানীদের দাবি, আগ্নেয়গিরি থেকে মারাত্মক পরিমাণে অগ্নুৎপাতের কারণেই ১৮৩১ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের রং বদলে গিয়েছিল৷ কারণ অগ্নুৎপাতের কারণে বিপুল পরিমাণ সালফার ডাই অক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে গিয়ে সে বছর পৃথিবী জলবায়ুতে অস্বাভাবিক কিছু বদল এসেছিল৷ প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ নামে জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, জনমানবহীন প্রত্যন্ত সিমুশির দ্বীপে ১৮৩১ সালে আগ্নেয়গিরি থেকে এই ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল৷ বর্তমানে এই সিমুশির দ্বীপের দখল নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে দড়ি টানাটানি চলছে৷ আর সেই দ্বীপ নিয়ে অদূর ভবিষ্যতে রুশ-জাপান যুদ্ধেরও একটা সম্ভাবনা আছে। সেটা অবশ্য রাজনৈতিক প্রশ্ন।

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রিউজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই প্রত্যন্ত দ্বীপ থেকে সংগ্রহ করা বরফের স্তরের নমুনা বিশ্লেষণ করেই এমন দাবি করেছেন৷ কারণ ১৮৩১ সালের ওই অগ্নুৎপাতের ঘটনার কোনও লিখিত রেকর্ড নেই৷ কারণ সিমুশির দ্বীপে আজও কার্যত জনমানবহীন অবস্থাতেই রয়েছে। গবেষকদের মধ্যে অন্যতম উইল হাচিসনের কথায়, ওই আগ্নেয়গিরি থেকে সংগৃহীত ছাই এবং সেখানকারই বরফের স্তরের নমুনা যখন আমরা একসঙ্গে বিশ্লেষণ করি, তখনই এই রহস্যের সমাধান হয়৷ ওটা আমাদের কাছে ইউরেকা মুহূর্তের মতোই ছিল৷ হাচিসন জানিয়েছেন, বরফের নমুনার রাসায়নিক গঠন অত্যন্ত উচ্চ তাপমাত্রায় বিশ্লেষণ করেই তারা নিশ্চিত হন যে ১৮৩১ সালের বসন্ত অথবা গ্রীষ্মকাল নাগাদই এই বড়সড় অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *