নিউজ ডেস্ক ::হুগলী হরিপালে শুরু হয়েছে বাৎসরিক মেলা। বহু বছর ধরেই ওই অঞ্চলে ওই মেলা হয়ে আসছে। কিন্তু জানা গেছে, মেলার ওই স্থানটি আসলে কবর স্থান। সেই খবর পেয়েই মেলা পরিদর্শনে যান বিধায়ক নওসাদ সিদ্দিকী। খতিয়ে দেখতে গিয়ে তৃণমূলের স্লোগানের মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা জড়ালেন বিধায়ক। মঙ্গলবার বিকালে হরিপালের অঙ্কপাড়ায় কবর স্থানের জমির উপর মেলা করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি কয়েজন সঙ্গীকে নিয়ে যখন মেলা প্রাঙ্গণে ঘুরছিলেন, তখন কোনো কারণ ছাড়াই তৃণমূলের কর্মীরা রাজনৈতিক শ্লোগান দেওয়া শুরু করে।
বিশেষ করে বিধায়কের সামনে এসে তারা শ্লোগানের সুর চড়ায়। জানা গিয়েছে, মেলা প্রাঙ্গন পরিদর্শনের করার সময় নওশাদের সামনে মন্ত্রী বেচারাম মান্নার নাম করে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। তাঁকে বলতে শোনা যায়, “এখানে আমি রাজনীতি করতে আসিনি। আই নো ভেরি ওয়েল। ভাল করে জানি। আমি কি কিছু বলেছি? তারপরও কেন পার্টির স্লোগান দিচ্ছে?” নওশাদের দাবি এলাকার পরিস্থিতি জটিল করার জন্য রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, “কবর স্থানের উপর মেলা করার অভিযোগ পেয়ে পরিস্থিতি পরিদর্শন করতে আসি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।” যদিও স্থানীয় তৃণমূল নেতা বলেন, বহু বছর ধরেই এইখানে এই মেলা হয়ে আসছে। পুলিশের মধ্যস্থতায় পরে উত্তেজনা বন্ধ হয়।
