হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক ::তীব্র বেকারের রাজ্য পশ্চিমবঙ্গ। সেখানে কর্মী নিয়োগের খবর পেলেই ছুটে যান হাজার হাজার শিক্ষিত বেকার। তাদের জন্যই আমাদের এই চাকরির বিভাগ। সম্প্রতি হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। সোমবার পোর্টের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী প্রয়োজন। এর জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের থেকে এর জন্য অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। হলদিয়া ডক কমপ্লেক্সের একটি বিভাগে ড্রাফটসম্যান (সিভিল) পদে নিয়োগ হবে। যদিও মোট শূন্যপদ দু’টি।

প্রাথমিকভাবে এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। পরে তাদের কাজের বিশ্লেষনে স্থায়ী হতেই পারে। চুক্তিভিত্তিক এই পদে তিন বছরের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে ৪০,৫০০ টাকা প্রতি মাসে। উল্লিখিত পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কাজের পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। পোর্টের ওয়েব সাইডট থেকে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *