নিউজ ডেস্ক ::কথায় আছে,’লাগে টাকা দেবে গৌরী সেন।’ বাংলার বিভিন্ন জায়গায় তা প্রমাণ করছে শাসক দলের নেতা কর্মীরা। তারা বলছে – লাগে টাকা দেবে সরকার। মালদহের ঘটনা। মানিকচকে পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ ছিল বৃহস্পতিবার। আর সেই বাজেটের নামে একরকম পিকনিক সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। মানিকচকের বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো ক্ষেপে ওঠেন তিনি। তবে স্বীকার করে নেন যে সব খরচ সরকারি টাকাতেই হচ্ছে। কিন্তু প্রশ্ন, সাধারণ মানুষের করের টাকা কি এভাবে ব্যক্তির ভুঁড়িভোজে ব্যবহার করা যায়?
পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পাশের সঙ্গে এই বিস্তর আয়োজনের সম্পর্ক কি? জানা যাচ্ছে, শীতের দুপুরে জমিয়ে চলল পিকনিক। পাতে পড়ল ভাত, ডাল, মাছ, মাংস, দই মিষ্টি। পিকনিকে খেলেন তৃণমূল নেতা, তাঁদের স্বামী বা স্ত্রী, ছেলেমেয়ে, এমনকী অনুগামীরাও। বাদ গেলেন না কেউ। এটা নাকি সরকারি নিয়ম মেনেই হয়েছে, বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ভোজে আমন্ত্রিত ছিলেন পঞ্চায়েত সমিতির সব সদস্য ও তাদের পরিবার। শাসক দলের ছোট-বড় নেতা থেকে শুরু করে তাঁদের অনুগামীরা, বাদ ছিল না কেউই। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের পেটপুরে খাবারের আয়োজন করা হয়েছিল। কে বলবে এই সরকারের অবস্থা ‘ভাড়ে মা ভাবনী।’
