নিউজ ডেস্ক ::আবার পরদ পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঘ মাসে কিছুটা নামবে তাপমাত্রা। মাঝে উধাও হলেও ফের একবার বঙ্গে ঘুরে দাঁড়াতে চলেছে ঠান্ডা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য ভারতের একটি ঘুর্ণানর্তের পরিস্থিতি দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার থেকে উত্তুরে হাওয়া হু হু করে বাংলায় ঢুকতে শুরু করবে। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও একবার ঠান্ডা কমতে শুরু করবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে। এক সঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাবও দেখা যাবে। ফলে কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার পারদ বাড়তে শুরু করবে বলেই ইঙ্গিত। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। যেমন – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, কলকাতাতেও আগামী কয়েকদিন ঠান্ডার অনুভূতি থাকবে। হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, আজ শুক্রবার কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে। শনিবার এক ডিগ্রি কমতে পারে। অর্থাৎ ১৪ এ নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
অন্যদিকে উত্তরের মানুষ বেশ ঠান্ডা অনুভুব করছেন। বিশেষ করে দার্জিলিং এর একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। আগামী কয়েকদিন উত্তরের একাধিক জেলায় পারদ নামতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
