জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে, প্রিন্সিপালের রুমের সামনে অবস্থান বিক্ষোভ

নিউজ ডেস্ক ::প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যু সেই সঙ্গে স্যালাইন কান্ড নিয়ে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ উত্তাল! জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের উপর কড়া প্রশাসনিক পদক্ষেপ এফআইআর থেকে শুরু করে সাস্পেনশনের মতন অর্ডার স্বাস্থ্য ভবনের তরফ থেকে, ঠিক তখনই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপালের অফিসের সামনে গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছে প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা। তাদের একটাই দাবী, যতক্ষণ না পর্যন্ত সাতজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলা ও পাশাপাশি কোতালি থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসাকেরা। তবে এইবার আন্দোলনে বসায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে বলেই মনে করছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগীর পরিজনেরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *