নিউজ ডেস্ক ::উত্তরপ্রদেশের প্রয়াগে ১২ বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা। এই ধৰ্মীয় অনুষ্ঠানে প্রতিদান লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন। রবিবার বিকেলে আগুন লেগে গেল কুম্ভমেলায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই ওই আগুন লেগেছে। উত্তরপ্রদেশের এই মহাকুম্ভে এবার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। রয়েছেন বহু বিদেশিও। এদিন বিকেলে সেক্টর ১৯ এর একাধিক তাঁবুতে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনের শিখা দেখেই ছুটে আসে দমকল, সাধারণ পুণ্যার্থী ও নিরাপত্তারক্ষীরা। দমকলের পাশাপাশি এনডিআরএফের একাধিক টিম কাজে নেমে পড়ে। চারদিকে শুরু হয়ে যায় হুড়োহুড়ি, চিৎকার। কোনো হতাতের খবর নেই।
আগুনের সঙ্গে ছিল শক্তিশালী বাতাস। ফলে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক তাঁবুতে। তবে এখনও পর্য়ন্ত কোনও হতাহতের খবর নেই। সংবাদসংস্থার খবর অনুযায়ী সেক্টর ১৯-এ ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তার জেরেই আগুন লেগে যায় তাঁবুতে। এমনটাই জানিয়েছেন আখাড়া থানার অফিসার ইনচার্জ ভাস্কর মিশ্র।
