নিউজ ডেস্ক ::নিষিদ্ধ ঘোষণার পরেও পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের রোগীকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন।
কয়েকদিন আগেই নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত স্যালাইন তালা বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও আজ পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে দেখা গেল ওই কোম্পানির স্যালাইন দেওয়া হচ্ছে রোগীকে। বিষয়টি জানার পর রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়। আমরা এ বিষয়ে চিকিৎসককে প্রশ্ন করতেই চিকিৎসক ও নার্স একে অপরের উপর দোষ চাপানো শুরু হয়। এর পাশাপাশি ওই স্যালাইনও খুলে দেওয়া হয়।
