নিউজ ডেস্ক ::নেতাজি জয়ন্তীবানেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী, আনুষ্ঠানিকভাবেপরাক্রম দিবস বাপরাক্রম দিবস(আল.’বীর্য দিবস’নেতাজি সুভাষ চন্দ্রেরজন্মদিন উপলক্ষেভারতেপালিত একটি জাতীয় অনুষ্ঠান।বোস এটি প্রতি বছর 23 জানুয়ারী পালিত হয়। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।ভারতীয় জাতীয় সেনাবাহিনীর(আজাদ হিন্দ ফৌজ), (আজাদ হিন্দ ফৌজ)প্রধান ছিলেনআজাদ হিন্দপ্রতিষ্ঠাতা প্রধান ছিলেন।
নেতাজির অন্তর্ধানের প্রায় 5 মাস পরে, রেঙ্গুনে নেতাজি জয়ন্তী পালিত হয়েছিল । এটি ঐতিহ্যগতভাবে সমগ্র ভারতে পালন করা হয়। এটি পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড , ত্রিপুরা , আসাম এবং ওড়িশায় একটি সরকারি ছুটি । ভারত সরকার এই দিনে নেতাজিকে শ্রদ্ধা জানায়। নেতাজি জয়ন্তী 2021 সালে তার 124 তম জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো পরাক্রম দিবস হিসাবে পালিত হয়েছিল ।
