নিউজ ডেস্ক ::আর কিছু সময় পরেই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথের দিকে তাকিয়ে সবাই। তিনি কোন বার্তা দিতে চলেছেন তা জানার জন্য সকলেই উদ্বিগ্ন। তবে শপথ গ্রহণ নিয়েই তিনি প্রথম কোন কাজ করবেন, তা জানিয়ে দিলেন আগেভাগেই। ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ ভিকট্রি র্যালি থেকে দাঁড়িয়ে ট্রাম্প বলেন যে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি দেশে অনুপ্রবেশ বন্ধ করবেন। তিনি বলেন, “আমাদের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করব। আমাদের সম্পদ ফেরাব। আমাদের পায়ের নীচেই যে তরল সোনা রয়েছে, তা উত্তোলন করব।” এটা গেলো তাঁর প্রথম পর্বের কাজ। কিন্তু তারপর? সেই প্রসঙ্গেই নানা কথা বাতাসে ভেসে চলেছে।
আমেরিকায় অনুপ্রবেশ নিয়ে তিনি স্পষ্ট করেই বলেছেন, “আমেরিকার ইতিহাসে সবথেকে বড় ডিপোর্টেশন (অবৈধভাবে বসবাসকারীদের তাদের দেশে ফেরত পাঠানো) শুরু করব। হাজার হাজার অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে। এতে বেশ কিছু বছর সময় লাগবে এবং ব্যয়সাপেক্ষও হবে। কিন্তু এর আগে কেউ সীমান্ত খোলার কথা ভাবতে পারবে না।” আরও জানা যাচ্ছে, সূত্রের খবর, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প আমেরিকা-মেক্সিকো সীমান্তে ইমার্জেন্সি ঘোষণা করতে পারে।
