নিউজ ডেস্ক ::দিন দিন পশ্চিমবঙ্গের সংস্কৃতি যে দিকে এগোচ্ছে, তাতে মনে হওয়া অস্বাভাবিক নয় যে বাংলার সংস্কৃতি ও মূল্যবোধ একদম তলানিতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকার ওই ঘটনায় গ্রেপ্তার দুজন। গতকাল রাতেই পুলিশ তদন্ত শুরু করে। ধৃতরা ওই এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। কিন্তু কেন খুন? এর পিছনে ত্রিকোন প্রেম আছে বলে স্থানীয়রা অনেকে মনে করছে। তেমনই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধৃতদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। সেখানেই এই দুজনের নাম উঠে আসে। তারপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দুজনকে আজ মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। কিন্তু প্রশ্ন, এমন নির্মমভাবে এক নাবালিকাকে কি করে খুন করে দুষ্কৃতীরা। মানবিক মূল্যবোধ সব হারিয়ে গেছে?
গত ১০ দিন ধরেই ওই নাবালিকা নিরুদ্দেশ ছিল। পরিবার নিখোঁজ ডাইরি করে থানায়। পড়ে সোমবার চাষের জমিতে ওই নাবালিকার মৃতদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ধর্ষণ হয়েছে কিনা, সেই বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট না এলে পরিষ্কার হবে না। মৃতদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুনের জায়গা মৃতদেহ উদ্ধারের পরই ঘিরে ফেলে পুলিশ। এলাকাতেও পুলিশি পাহারা বসানো হয়। আজ অকুস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে খবর।