বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেমে ট্রাম্পের সরে যাওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক ::বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে আমেরিকা সরে যাচ্ছে। এর আগেও কোভিদ কালে এমন বার্তা দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প মনে করেন, WHO পক্ষেপাতদুষ্ট। কোভিদের বিস্তার ঘটেছিল যে চিন থেকে, সেই চিনের বিষয়ে নীরব WHO বলেই অভিযোগ ট্রাম্পের। করোনা পরিস্থিতি নিয়ে চিনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ আনেন ট্রাম্প। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল ব্লক করে দেওয়ার হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে একাধিক অন্তর্জাতিক সংস্থা বেশ উদ্বেগে আছে।

WHO-র বার্ষিক বাজেটের একটা বড়ো অংশ আসে আমেরিকার কাছ থেকে। আমেরিকার সরে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবল সংকটের মুখে ঠেলে দিতে পারে। হু-এর আর্থিক তহবিলে সবচেয়ে বড় জোগানদাতা আমেরিকা। ২০২২-২৩ অর্থবর্ষে হু এর তহবিলে ১৬ শতাংশ অনুদানই আমেরিকা দিয়েছিল। নির্বাচনী প্রচারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে প্রত্যাখ্যানের কথা বলেছিলেন ট্রাম্প। আর তাই মসনদে বসেই পরিকল্পনা কার্যকর করছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমেরিকাকে সতর্ক করে তাঁরা বলছেন, হু থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হলে বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি ও জরুরি অবস্থায় সাড়া দানের ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *