নিউজ ডেস্ক ::মঙ্গলবার দিনটা শুরু হলো খুবই খারাপভাবে। বেপরোয়া বাসের ধাক্কায় ফের মৃত্যু কলকাতায়। এদিন সকালে তিন বছরের মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা-মা৷ বাইকে করে যাচ্ছিলেন তাঁরা৷ বাইক চালাচ্ছিলেন শিশুটির বাবা৷ সেই সময়ই ঘটে অঘটন৷ এস-৩১ রুটের একটি সরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে শিশুকন্যাটি। শিশুটির বাবাকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ জানা দিয়েছে, বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল বাঘাযতীনের বাসিন্দা৷ এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি৷ সেই সাত সকালেই ঘটে দুর্ঘটনা।
এইট বি বাস স্ট্যান্ড ছাড়িয়ে কিছুটা এগিয়েছিলেন তাঁরা৷ সেই সময়ই এস-৩১ রুটের সরকারি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান দেবশ্রী৷ তাঁকে পিষে দেয় বাসের চাকা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবশ্রী মণ্ডল। তিনি সন্তোষপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও রাস্তায় পড়ে রয়েছে ভাঙা হেলমেটের টুকরো।