নিউজ ডেস্ক ::সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদন্ডের আদেশ প্রত্যাহার করা নিয়ে তার পরিবার উচ্চ আদালতে যাবে না, তা সোমবার জানিয়ে দিয়েছিলো। নাগরিক মহল ও তিলোত্তমার পরিবার আশা করেছিল যে সঞ্জয়ের মৃত্যু দন্ড হবে। কিন্তু আদালত মৃত্যুদন্ড দেয় নি। এবার সেই মৃত্যুদন্ড চেয়ে আদালতে গেলো রাজ্য সরকার। সোমবার সেই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজই কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে মামলার আবেদন করা হল। আজ কলকাতা হাই কোর্টে দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। রাজ্যের হয়ে এই আবেদন দায়ের করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই মামলার আবেদন গ্রহণও করেছে হাই কোর্ট। উল্লেখ্য, গতকাল শিয়ালদা আদালতে আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস।
আমরা জানি, সাম্প্রতিককালে
পশ্চিমবঙ্গে পাঁচটি পকসো মামলায় আসামিদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। এই আবহে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছিলেন অধিকাংশ মানুষ। এই মামলায় ফাঁসিক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এই নিয়ে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, আদালতের দায়িত্ব মানুষের ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থকে অক্ষুণ্ণ রেখে চলা। এখন প্রশ্ন উঠেছে, এই অপরাধের সঙ্গে যুক্ত আরো অনেকেই থাকতে পারে। কিন্তু সঞ্জয়ের ফাঁসি হয়ে গেল সেই অপরাধীদের আর কোনোদিনই হয়তো ধরা যাবে না। এখন দেখার কলকাতা উচ্চ আদালত কোন নির্দেশ দেন।
