নিউজ ডেস্ক ::উত্তরবঙ্গ অনেকটাই মুখ ঘুরিয়ে আছে তৃণমূল থেকে। স্বাভাবিক কারণেই এখন উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রীর পাখির চোখ। মুর্শিদাবাদ হয়ে তিনি চলে এসেছে মালদায়। মালদায় ইতিমধ্যে একাধিক কর্মসূচি পালন করেছেন। তারপর আজ, বুধবার ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামিকাল ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে। উত্তরবঙ্গের মানুষদের মন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন তিনি।
এ বছর তিনি উত্তরবঙ্গেই তিনি নেতাজির জন্মদিন পালন করবেন। একাধিক জায়গায় নেতাজির ছবিতে তিনি মাল্যদান করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি ডুয়ার্স থেকে এবার নেতাজী জন্ম জয়ন্তী পালন করব। শহর ও পাহাড় থেকে অনেকবার করেছি। এবার ডুয়ার্সে থেকে করব।’’ উত্তরবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোড়াফুল। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে আরও বেশি জনসংযোগ করার চেষ্টা তৃণমূলের। নাগরিক মহলের ধারণা এবার উত্তরবঙ্গ আবার অনেকটাই তৃণমূলের দিকে ফিরবে।
