একসঙ্গে তিন সন্তানের মা হলেন হুগলীর বধূ স্বপ্না

নিউজ ডেস্ক ::যমজ সন্তান অনেকেরই হয়। কিন্তু এক সঙ্গে তিন সন্তানের মা হওয়ার খবর সত্যি বিরল। তেমনই এক বিরল খবর আমাদের কাছে আনলেন স্বপ্না। হুগলির বৈঁচিগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা স্বপ্না ক্ষেত্রপাল। তাঁর স্বামী সুব্রত ক্ষেত্রপাল। পেশায় দিনমজুর। অভাবের সংসার। তবে দাম্পত্য সম্পর্ক বেশ মধুর দুজনের। গত ১৭ জানুয়ারি, পূর্ব বর্ধমানের কালনার এক বেসরকারি হাসপাতালে স্বপ্না একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। তিনটিই পুত্রসন্তান। স্বপ্না নিজেই তিন সন্তানের নাম ঠিক করেন। বড় ছেলের নাম অঙ্কিত, মেজো ছেলের নাম আদি এবং ছোট ছেলের নাম রেখেছেন অগ্নি। পরিবারের যথেষ্ট অভাব থাকলেও আনন্দে উদ্বেলিত মা ও বাবা দুজনেই। তাদের দৃঢ় বিশ্বাস, তারা তিন সন্তানকেই আদর্শ মানুষ করবে।

তিন পুত্রের খুশিতে তারা গোটা পাড়াকে মিষ্টিমুখ করান। স্বপ্না ও তাঁর তিন সন্তানকে দেখতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। স্বপ্না জানান, তাঁর বাপের বাড়িতে যমজ সন্তানের জন্ম দিয়েছেন অনেকেই। স্বপ্নার দিদিমা যমজ মেয়ের জন্ম দিয়েছিলেন। আবার তাঁর মা-ও যমজ পুত্রসন্তানের জন্ম দেন। স্বপ্না একসঙ্গে তিন সন্তানের মা হওয়ায় অত্যন্ত খুশি। চিকিৎসকদের ধারণা স্বপ্নার পারিবারিক সূত্রেই(জিন)এই এক সঙ্গে তিন সন্তানের আগমন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *