আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক ::সকাল থেকে তীব্র কুয়াশা দুই বঙ্গে। ইতিমধ্যে কুয়াশার কারণে বাতিল হয়েছে একাধিক উড়ান। ট্রেন ও গাড়ির গতি গেছে কমে।

শনিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,দক্ষিণবঙ্গে বেশ বেড়েছে তাপমাত্রা। তাহলে কি এবারের মত শীত বিদায়? নাকি বিদায়বেলায় ঝোড়ো ইনিংস? আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের অনুভূতি বাড়তে পারে আবারও। আরও একবার শীতের ইনিংস শুরু হবে দক্ষিণে এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তারপর রবিবারের পর থেকে নামবে তাপমাত্রা। ২৬ জানুয়ারি পর থেকে কয়েকদিন শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। তবে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ থেকেই শীত বিদায়ের ঘণ্টা বাজতে পারে। এবছর দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীত পড়ার আপাতত সেভাবে নেই। এবছর বাংলায় শীতের পথে বড় কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক ঝঞ্ঝার ফলে এবার এখনও পর্যন্ত সে ভাবে শীত বাংলায় মূলত দক্ষিণবঙ্গে দাগ কাটতে পারেনি। এবার আগামী সপ্তাহে তাপমাত্রা কতটা নামে সেটাই দেখার। এদিকে আগামী ২৪ ঘণ্টায় হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) বড় কামড় বসিয়েছে শীত। আপাতত শীতের দাপট বজায় থাকবে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিশেষত মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি হালকা-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *