নিউজ ডেস্ক ::এমন সন্তানের জন্য সমস্ত বাবা মাই গর্ববোধ করবেন। যে হোটেলের দারোয়ান ছিলেন বাবা, সেই হোটেলেই ভালো খাবার খাওয়াতে নিয়ে গেলো পুত্র। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দিল্লির এক অভিজাত হোটেলের দারোয়ান বাবা কখনো কখনো হোটেলের ভিতরে ঢুকতে পারলেও সেই হোটেলের সুস্বাদু খাবার খাওয়ার ক্ষমতা হয় নি। কারণ বহু কষ্ট করে সংসার চালানো ও ছেলেকে পড়াশুনা করানোর পরে হোটেলে খাওয়ার সাধ্য তার ছিল না।
২৫ বছর পরে ওই হোটেলেই অতিথি হয়ে খেতে গেলেন প্রৌঢ়। কষ্টের দাম দিয়ে বাবার মুখে হাসি ফুটিয়েছেন ছেলে।
জানা গিয়েছে, দিল্লির ওই যুবকের নাম আরিয়ান মিশ্র। এক সময় তাঁর বাবা বিলাসবহুল হোটেলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। বাবার কঠোর পরিশ্রম দেখেই বড় হয়েছেন আরিয়ান। পড়াশোনা শিখে আজ তিনি ভালো রোজগার করছেন। তাঁর হাত ধরেই বাবা-মায়ের কষ্টের অবসান ঘটেছে। উপহার হিসাবে আরিয়ান বাবা-মাকে নিয়ে গিয়েছিলেন বড় হোটেলে খাওয়াতে। আরিয়ান এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘এই হোটেলেই আমার বাবা ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত পাঁচ বছর নিরাপত্তারক্ষীর কাজ করেছেন। আজ আমি সুযোগ পেয়েছি তাঁকে সেই একই জায়গায় নিয়ে এসে খাবার খাওয়ানোর। বাবা-মা দুজনেই খুশি।’
