রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কাজের সুযোগ

নিউজ ডেস্ক ::কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি মানেই অনেকের কাছে তা এক রকম স্বর্গপ্রাপ্তি। সেই সুযোগ সামনে নিয়ে এসেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। স্পেশাল অফিসার (সিকিউরিটি/ ল্যান্ড) এবং সার্ভেয়ার পদের জন্য এই নিয়োগ। শূন্যপদ পাঁচটি। স্পেশাল অফিসার পদে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। মাসিক পারিশ্রমিক ৪৮,০০০ টাকা। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। সিকিউরিটি বিভাগে স্পেশাল অফিসার পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ হতে হবে। বেতন মিলবে মাসে ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপনে জানানো হয়েছে, সার্ভেয়ার হিসাবে সরকারি দফতরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর ল্যান্ড অ্যাকুইজ়িশন প্ল্যান সংক্রান্ত কাজে দক্ষতা থাকা আবশ্যক। মাসিক পারিশ্রমিক হবে ২৭ হাজার টাকা। পদপ্রার্থীদের বয়স ৬০ বছর থেকে ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে হবে নিয়োগ। কর্মস্থল হবে কলকাতা,মেদিনীপুর,দুর্গাপুরে। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এর ওয়েবসাইটেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

  • ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *