দিল্লি নির্বাচনী প্রচারে শুভেন্দু

নিউজ ডেস্ক ::দিল্লি নির্বাচনী প্রচারে বাংলা থেকে শুভেন্দু আধিকারিকের উড়িয়ে নিয়ে গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই প্রচারের ফাঁকেই শুভেন্দু মিটিং সেরে নিলেন অমিত শাহের সঙ্গে।
বুধবার দিল্লিতে শাহের বাসভবনে যান তিনি। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। শাহের সঙ্গে সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা তিনি তুলে ধরেন। বিজেপি প্রার্থীদের হয়ে দিল্লিতে বাঙালি প্রধান এলাকায় প্রচারে জোর দিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার তিনি সিআর পার্কে প্রচার করেন। বুধবার করোলবাগে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যোগ দেন শুভেন্দু। আর সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এক্স হ্যান্ডেলে ছবিতে তাঁকে দেখা যায় বেশ মেজাজে তিনি গল্প করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
জানা গিয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন শুভেন্দু। তিলোত্তমাকাণ্ড ও স্যালাইনকাণ্ডের কথাও তুলে ধরেছেন। তৃণমূলের বিরুদ্ধে তোষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও শাহকে জানান। নদিয়ার স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের ভূমিকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু। মজা হচ্ছে শুভেন্দু যে ছবিটি পোষ্ট করেছেন, সেখানে দেখা যায়, অমিত শাহর মাথার উপরে চাণক্যের ছবি। অমিত শাহ ধীরে ধীরে বিজেপিতে ‘চাণক্য’ নামেই পরিচিত হয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *