নিউজ ডেস্ক ::পদের সংখ্যা হয়তো খুব বেশি নয়, তবুও কয়েকজন তো চাকরি পাবে। আপনারও কপাল খুলে যেতে পারে। বিজ্ঞপ্তি অনুজায়ী ম্যানেজার পদের জন্য এই নিয়োগ (recruitment at DVC) করা হবে। কীভাবে কোথায় আবেদন (West Bengal Job 2025) করবেন তা জেনে নিতে হবে।
- Damodar Valley Corporation সরাসরি এই নিয়োগ (West Bengal Job 2025) করবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কিংবা এই https://www.dvc.gov.in/ লিঙ্কে ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইট খুললেই কেরিয়ার অপশন দেখাবে। সেখানেই ক্লিক করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ফেব্রুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
- দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) ম্যানেজার পদের জন্য এই নিয়োগ (West Bengal Job 2025) করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে আছে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পোস্ট। রেগুলার হিসাবেই এই নিয়োগ হবে।। আবেদনের আগে Damodar Valley Corporation এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।
- দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে নিয়োগ (West Bengal Job 2025) সংক্রান্ত বিজ্ঞপ্তিতিতে। সেই অনুযায়ী আবেদনকারীকে ‘ল’ বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি অথবা সরকার অধীনস্থ সংস্থায় কাজ করেছেন এমন প্রার্থী সহজেই আবেদন জানাতে পারবে।
