প্রকাশ্যে ‘রঘু ডাকাত’-এর ছবি

নিউজ ডেস্ক ::হুগলীর রঘু ডাকাতের জীবন নিয়ে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির কথা আমরা আগেই জানি। এবার সামনে আসলো আরও অনেক কথা। মাঝে শোনা গিয়েছিল খলনায়কের ভূমিকায় নাকি নজর কাড়তে চলেছেন অনির্বাণ। তবে এ বিষয়ে ‘রঘু ডাকাত’-এর পরিচালক বা প্রযোজকদের পক্ষ থেকে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি। যদিও ধ্রুবর পরিচালনায় ‘গোলন্দাজ’ বিশেষ ভূমিকায় নজর কেড়েছিলেন অনির্বাণ। আর এবার ছবিতে যোগ দিলেন দুই অভিনেত্রী। তাঁদের মধ্যে একজন হলেন সোহিনী সরকার আর একজন হলে দেবের ‘খাদান’-এর নায়িকা ইধিকা পাল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফের যুগ্ম প্রযোজনায় আসতে চলেছে ‘রঘু ডাকাত’। পুজোর সময় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর বৃহস্পতিবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স -এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এই ছবিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও ইধিকা পাল। স্বাভাবিক কারণেই নতুন উন্মাদনা বিনোদন জগতে। সকলেই তাকিয়ে রঘু ডাকাতের দিকে।

খাদানে ইধিকা সফল। তার অভিনয় দক্ষতায় অনেকেই মুগ্ধ। আর ‘রঘু ডাকাত’-এর হাত ধরে ফের দ্বিতীয়বারের মতো নায়কের সঙ্গে কাজ করতে চলেছেন ইধিকা। তবে ধ্রুবর সঙ্গে এটাই নায়িকার প্রথম কাজ। তবে কেবল ইধিকা নয় প্রথবারের মতো ‘রঘু ডাকাত’ -এ ধ্রুবর পরিচালনায় কাজ করতে চলেছেন সোহিনীও। অভিনেত্রীকে ‘রঘু ডাকাত’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তবে সোহিনী বা ইধিকা কোন কোন চরিত্রে থাকছেন তা নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। এখন আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *