নিউজ ডেস্ক ::কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শাড়ির ব্যাপারে খুবই সচেতন। তিনি আজ অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন। স্বাধীন ভারতে এটাই কোনও অর্থমন্ত্রীর সর্বাধিক বার পেশ করা বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে অর্থমন্ত্রীর শাড়ির দিকে। দেখা গিয়েছে বাজেটসজ্জায় এবার নির্মলার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, চলতি বছরেই বিহারে নির্বাচন। সম্ভবত সে কারণে মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা। শাড়িটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতে তৈরি। গত ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে।
শ্রুতিকথা থেকে জানা যায় রাম ও সীতার বিয়ের বিস্তারিত বর্ণনা তুলে ধরার জন্য জনকরাজার নির্দেশে মধুবনী শিল্পের পথচলা শুরু। পরে কালের বিবর্তনে বদলায় নকশার ধরন। বর্তমানে মাছ মোটিভের মধুবনী ডিজাইন বহুল পরিচিত। দাম বেশ খানিকটাই বেশি। তবে আট থেকে আশি যেকোনও মহিলারই একেবারে প্রথম পছন্দের তালিকায় বরাবর রয়েছে মধুবনী। রাষ্ট্রপতি ভবন থেকে পার্লামেন্টে পৌঁছলেন অর্থমন্ত্রী। সকাল ১১টা থেকে বাজেট পেশ করবেন তিনি। এখন দেখার সেই বাজেট কতটা মানুষের উপকারে লাগে।
