নিউজ ডেস্ক ::অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস নিউটাউনে। ১ মাস ১২ দিন অফিস খুলে কোটি টাকা প্রতারণা। দুবাই যোগ আছে বলে খবর। ১০ জনকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।নিউটাউন সিই ১৩২ নাম্বার বাড়িতে অফিস খোলা হয়। উদ্ধার হয় প্রচুর নথি, ১০০ টি সিম কার্ড, ১০০ ব্যাংকের পাস বই, ১০০ টি এটিএম কার্ড।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
