নিউজ ডেস্ক ::ইতিমধ্যে ২৫৮.৯০ পয়েন্ট বেড়েছে নিফটি ফিফটি। ৭৪০.২৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের সূচকও। বাজেটে ভাল কিছুর আশায় আজ ১৩.৫২ শতাংশ বেড়েছে জুপিটার ওয়াগনস। প্রায় ১২ শতাংশ বেড়েছে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম। ত্রৈমাসিকে ভাল ফলাফল, বেড়েছে কল্যাণ জুয়েলার্সের প্রফিট। আর তারপর আজ প্রায় ১৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এই ত্রৈমাসিকে প্রফিট প্রায় ডাবল হওয়ার পর আজ আপার সার্কিট হিট করল সুজলন এনার্জির শেয়ারের দাম।
অন্যদিকে আজ সর্বোচ্চ ১২.৬২ শতাংশ পড়েছে দে নোরা ইন্ডিয়া লিমিটেড। এ ছাড়াও পড়েছে জেআইটিএফ ইনফ্রালজিস্টিক্স, ভাক্রাঙ্গি লিমিটেড, ওয়ার্লপুল ইন্ডিয়া, মোক্ষ অর্নামেন্টসের শেয়ারের দাম।
অন্যান্য দিকে একটু নজর দেওয়া দরকার।
*আজ শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে শ্রীরাম ফাইন্যান্স।
*শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এনটিপিসি
শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে মোতিলাল অসওয়াল।
- শেয়ার প্রতি ২০ টাকা ডিভিডেন্ড দিয়েছে পার্সিস্টেন্ট সিসটেমস।
- শেয়ার প্রতি ৫ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়া।
- শেয়ার প্রতি ১ টাকা ৯০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে রাইটস।
