নিউজ ডেস্ক ::এই মুহূর্তে অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তার আগেই বিরোধীরা উত্তাল করে তুলেছে সংসদভবন। নির্মলার বাজেট যেমনই হোক না কেন, বিরোধীরা তিন অস্ত্রে শান দিয়ে তৈরি। শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে থেকেই অবশ্য় মোদি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। তিনটি মূল ইস্যু হল মুদ্রাস্ফীতি, মহাকুম্ভে মহাবিপর্যয় এবং পূর্বের অধিবেশনে ডঃ বি আর অম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। এর আগেই সুর চড়িয়েছিল ইন্ডিয়া জোট।
আজ এই মুহূর্তে আক্রমনের মূল কেন্দ্রে আছেও মহাকুম্ভ। মহাকুম্ভতে সঠিক পরি সংখ্যান দিচ্ছে না উত্তর প্রদেশ সরকার। দিচ্ছেনা ডেথ সার্টিফিকেট। সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ইন্ডিয়া ব্লক এই বিষয়ে এককাট্টা, জানিয়েছে হাতশিবির। এছাড়াও সংসদ উত্তাল হতে পারে কর্মসংস্থান ইস্যুতেও। পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই কংগ্রেস নেতারা স্ট্র্যাটেজি ঠিক করতে জড়ো হয়েছিল ১০ জনপথে। সনিয়া গাঁধীর বাসভবনে আলোচনায় বসেন । হাজির ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপাল , রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি। শুধু কংগ্রেস না তিন ইস্যুতে এনডিএ-কে নাস্তানাবুদ করতে এককাট্টা ইন্ডিয়া ব্লকের সব শরিকই এমনটাই দাবি কংগ্রেসের।
