নিউজ ডেস্ক ::কলকাতা ১০ নম্বর ক্যানিং স্ট্রিটে ২ তারিখ হয়ে গেলো ক্যালকাটা চেম্বার ওফ ট্রেডের ৪১ তম বার্ষিক সভা। সেই সভায় এ বছরের কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে আগামী দিনের ব্যবসার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন প্রেসিডেন্ট অরবিন্দ পান্ডে,সেক্রেটারি আব্দুল কাদের প্রমুখ ব্যক্তিত্ব। এছাড়াই বক্তব্য রাখেন প্রাক্তন প্রেসিডেন্ট সাব্বির হাজরত, ফিরোজ আলি ও অন্যান্যরা।
ক্যালকাটা চেম্বার অফ ট্রেডের পক্ষ থেকে ফিরোজ আলি বলেন, এই সভার মধ্য দিয়ে আমাদের সকলের বন্ডিং ভালো হয়। আমরা আগামী দিনে কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবো তা নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতে সরকারের কাছে আমাদের কি ডিমান্ড থাকবে তা নিয়েও আমরা আলোচনা করোছে। সংস্থার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট সাব্বির হজরত বলেন,বিভিন্ন ট্রেডার্স সমস্যা নিয়ে তারা আলোচনা করেছে। ব্যবসা সংক্রান্ত নানা আইন নানা সময়ে পরিবর্তন হচ্ছে। তা তারা সকলের কাছে পৌঁছে দেয়। তাছাড়াও অন্যান্য নানা রকমের সমস্যা ব্যবসায়ীদের ফেস করতে হয়, তা নিয়েও বার্ষিক সভায় আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট অরবিন্দ পান্ডে বলেন,সদ্য সমাপ্ত বাজেটের প্রভাব কিভাবে ব্যবসার উপর পড়বে তা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। আরো ভালোভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। সেক্রেটারি আব্দুল কাদের বলেন, মূলত তারা এই সভায় GST নিয়ে আলোচনা করেন। সামনে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়েও আলোচনা হয়। সকলেই খোলা মনে নিজেদের মতামত জানিয়েছেন।