যোগেশচন্দ্র ল’ কলেজের ছাত্রীর কান্নাকে ‘নাটক’ বলে উড়িয়ে দিলেন সেই কুনাল

নিউজ ডেস্ক ::বাংলায় এমন কোনো ঘটনা নেই যা নিয়ে মুহূর্তে কুনাল ঘোষ কোনো প্রতিক্রিয়া দেন না। পুলিশি প্রহারায় সরস্বতী পুজো হওয়া রাজ্যের কাছে মোটেই গৌরবার নয়, তা নিশ্চই উপলব্ধি করেছেন কুনাল ঘোষ। আর তাই তিনি উপস্থিত করলেন ‘নাট্যতত্ত্ব’। পুলিশি পাহারায় পুজো হলেও, এখনও আতঙ্কে ছাত্রীরা। কিন্তু পুজো শেষে পুলিশি নিরাপত্তা উঠে গেলে কী হবে, তা নিয়ে আতঙ্কিত পড়ুয়ারা। একজন ছাত্রী বলেন, “বিসর্জন পর্যন্ত আমরা পুলিশি প্রহরা পাব। বাইরে তো দেখাই যাচ্ছে। বিভিন্ন ধরনের হুমকি এখনও চলছে। নিরাপত্তা কতটা আছে, সে নিয়ে প্রশ্ন এখনও রয়েছে। এটার পর পুলিশ প্রোটেকশন পাব না। কী হবে, আমরাও জানি না।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে কান্নায় ভেঙে পড়ায় ছাত্রীকে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, “কলেজ নিয়ে যা দেখানো হচ্ছে, তা ডাঁহা মিথ্যা। এক বিল্ডিং-এ একাধিক কলেজ আছে। রেষারেষি হতেই পারে।”

কুনাল ঘোষ কিন্তু এখানেই থামেন নি। সেই ছাত্র নেতা সাব্বিরের পক্ষ নিয়ে অনেক কথা বলেন। তিনি বলেন, “খোঁজ নিলে দেখবেন, যিনি কান্নাকাটি করেছেন, তিনি হয়ত কলেজের নাটকেও কান্নার পাঠ করেন। যে কোনও কারণে কেঁদে ফেললেই হল! এতগুলো ক্যামেরা দেখেছে। জানে কোনটা বললে, আর কী করলে চারটে ব্রেকিং নিউজ হবে। কারও পরামর্শে সেটা করেছে। পরেরবার নাটকে দেখবেন কান্নার রোল করবে।”এভাবে এক ছাত্রীকে চরম অপমান করার কোনো অধিকার নেই তৃণমূল নেতার। কিন্তু তিনি যে নেতা। তাই সব কিছু বলার অধিকার তার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *