মঙ্গলবার সকাল থেকে শুনশান টালিগঞ্জের দাসানি স্টুডিও

নিউজ ডেস্ক ::আবার সমস্যা টলিপাড়ায়। বন্ধ একাধিক সিরিয়ালের শুটিং। বিনা নোটিসে কাজ বন্ধ করলেন টেকনিশিয়ানরা, স্থগিত হয়ে গেল ধারাবাহিকের শুটিং। সমস্যা মেটাতে আসরে ফের পরিচালকদের একাংশ। মঙ্গলবার সকাল থেকে শুনশান টালিগঞ্জের দাসানি স্টুডিও। ফাঁকা সেট, নেই কলাকুশলী, টেকনিশিয়ান। কল টাইমে স্টুডিওয় পৌঁছে অবাক পরিচালক সৃজিৎ রায়। কেন এই পরিস্থিতি? তা স্পষ্ট নয় পরিচালকের কাছে। এহেন পরিস্থিতিতে ফের অশনি সংকেত দেখছেন টলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সকলে। আবারও কি কোনও জটিলতা তৈরি হল? এই নিয়ে নীরবতা পালন করছেন অনেকেই। কেউ আবার বলছেন, সমস্যা অনেক গভীরে।

মঙ্গলবার আচমকাই ফেডারেশন শুটিং স্থগিত রাখার কথা ঘোষণা করে। তবে তা জানতেন না ধারাবাহিকের পরিচালক সৃজিত রায়। তিনি নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ করছিলেন। কিন্তু আজ গিয়ে জানতে পারেন, সমস্ত কাজ বন্ধ একেবারে বিনা নোটিসে। আর্টস সেটিং গিল্ডের কাছে এনিয়ে জানতে চাইলে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা আছে, তাই কাজ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পরিচালক সৃজিৎ রায়। আর তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা। তাঁদের প্রশ্ন, ”আমাদের না জানিয়ে, আলোচনা না করে আচমকা শুটিং বন্ধের সিদ্ধান্ত কেন?” সৃজিতের দাবি, শুটিং বন্ধের কারণ জানতে চেয়ে তিনি ফেডারেশনকে ইমেল পাঠিয়েছেন, কিন্তু তার জবাব মেলেনি এখন। কর্মক্ষেত্রে সমস্যার কথা জানিয়ে রীতিমতো কাতর স্বরে বলেন, সেট তৈরির জন্য অনেক টাকা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *