নিউজ ডেস্ক ::বিয়ের মরসুম চলছে। প্রচুর ভালো ভালো ছবি পোষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে বেশ কিছু আশ্চর্য ছবিও পোষ্ট হচ্ছে। এমনই এক ছবি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের কুঞ্জ বাহাদুরপুরে। সাম্প্রতিক এই বিয়েতে অতিথিদের রীতিমতো তাজ্জব করে দিলেন বর। সাহারানপুরের রামপুর মনিহারনের এই বিয়েতে বর তাঁর নিজের বিয়ের অনুষ্ঠানে এক বিরাট কাজ করে ফেললেন যা রীতিমতো দৃষ্টান্ত হয়ে গেল সকলের কাছে। সবাইকে হতবাক করে দিয়ে বিয়েতে এক আশ্চর্যজনক পদক্ষেপ নিলেন বর। নিজেই নিজের বিয়ের বৈদিক মন্ত্র পাঠ করার দায়িত্ব নিলেন বর। এই বেনজির কাজটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
বিষয়টা কিন্তু স্বাভাবিকের মধ্যে একদম অস্বাভাবিক। রামপুর মণিহরণ থেকে বিবেক কুমারের বরযাত্রী পৌঁছেছিল হরিদ্বারে। আর সেখানেই বিয়ের মণ্ডপে চমকে দেওয়া কাণ্ড করে বসলেন বর বিবেক কুমার। নিজেই বিয়ের পবিত্র বৈদিক মন্ত্রগুলি পাঠ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিবেক। বরের এই কাণ্ড দেখে কনে থেকে ঠাকুর মশাই এমনকি অতিথি-অভ্যাগতরাও স্তব্ধ হয়ে গেলেন। মুহূর্তটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ভিডিওতে দেখা যায় বর সাজে বিবেক আত্মবিশ্বাসের সঙ্গে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করছেন। তিনি বিয়ের অনুষ্ঠান এমনভাবে সম্পন্ন করছেন যা আগে কেউ কখনও দেখেনি।