নিউজ ডেস্ক ::নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইকে সবচেয়ে বেগ পেতে হয়েছে কালীঘাটের কাকু( সুজয় কৃষ্ণ ভদ্র)কে নিয়ে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে আজই হবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। এর আগে আদালতে ‘কাকু’কে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও অসুস্থতার কারণ দেখিয়ে বিচারকের ডাকা সাড়া দেননি তিনি। তবে এবার অবশেষে তিনি এসেছেন। আর ‘কাকু’র আগমন দিয়ে মঙ্গলে ‘মঙ্গল’ হতে পারে সিবিআইয়ের এমনটাই মনে করছেন অনেকে।
কাকু’র এই হাজিরা ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত। কাকু’র এই হাজিরা ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত। জানা গিয়েছে, মঙ্গলবার সিবিআই তরফে সংগ্রহ করা হবে এই নমুনা। সেই জন্যই সশরীরে আদালতে হাজির হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। এরপর শুরু হবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। তারপর সেই নমুনার সঙ্গে তাদের কাছে থাকা নমুনাগুলি মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাবে।
সম্প্রতি, সেই ইডির মামলাতেই জামিন পেয়েছেন তিনি। বারংবার অসুস্থতা। মাঝে জেলযাত্রার একটা পর্ব কেটেছে এসএসকেএম। তারপর অবশেষে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা থেকে রেহাই পান সুজয়কৃষ্ণ। প্রসঙ্গত স্মরণীয় যে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের উপর এই তদন্ত অনেকটা নির্ভর করছে।