নিউজ ডেস্ক ::একেবারেই ছোট। ঠিক মতো হাঁটতে পারে না। বার বার পড়ে যায়। এগিয়ে আসলো তাদের পোষ্য কুকুর। বাকিটা দারুন মজার। গুটি গুটি পায়ে হাঁটা শিখছে খুদে। পাশে ঢালের মতো দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। এক পা এগিয়ে গেলেই দু’পা এগিয়ে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে সে। মুখে কথা বলতে না পারলেও সমানে সাহায্য করছে শিশুটিকে। এমন চিত্র উঠে এল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ফের প্রমাণিত হল কুকুর মানুষের শ্রেষ্ঠ বন্ধু। এক্স হ্যান্ডেলে ‘নেচার ইস অ্যামাজিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট হয়। কিছুক্ষণের মধ্যেই মিষ্টি ভিডিও দেখে ফেলেন লক্ষ লক্ষ মানুষ।
এমন দৃশ্য দেখে খুশি নেট মহল। তারা বলছে কুকুর চিরকাল মানুষের বন্ধু। শিশুটির প্রথম পদক্ষেপের সঙ্গী কুকুরটি। ভিডিওতে দেখা যায়, খুঁটির কাজ করেছে সে। শিশুটিকে মানসিক সান্ত্বনা দিয়েছে অজান্তেই। কথা বলতে না পারলেও পাশে থেকেছে শেষ পর্যন্ত। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘কুকুর তার সেরা বন্ধুকে প্রথম পদক্ষেপে সাহায্য করছে।’
