নিউজ ডেস্ক ::বিনোদন জগতে প্রেম, বিয়ে ও বিবাহবিচ্ছেদ – এই খবরগুলো হওয়ার গতিতে ছোটে। আর তা যদি হত পরীমনীর মতো সেলিব্রিটি – তাহলে তো কথাই নেই। পরীমণি বরাবরই ডাকাবুকো। তাঁর জীবনে কোনও রাখঢাক নেই। প্রেম হোক বা ডিভোর্স, সবেতেই তিনি খুল্লমখুল্লা। খোলা পাতার মতোই পরীমণি জীবন। এবার ফের একবার অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। অতীত ভুলে ভরা বসন্তে কি আবারও কাউকে মন দিয়ে বসলেন তিনি? শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরীর। আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে। সবটা মিলিয়ে ওদের প্রেম নাকি জমে ক্ষীর হয়ে গেছে।
সোশাল মিডিয়ায় সেই গায়েকের আদুরে পোস্ট, ‘অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। এখন পরী শুধু আমার।’ তাহলে কি চতুর্থ বিয়ে হল বলে পরীর? ঢালিউডে এখন এই প্রশ্নই ঘুরছে। জানা গিয়েছে, পরীর এই মনের মানুষের নাম শেখ সাদী। কয়েকদিন আগেই এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। কিন্তু ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরী। তাঁর জামিন মঞ্জুরও হয়। জানা গেল, পরীমণির মামলায় জামিনদার হয়েছেন সাদী। কোর্টেও নাকি অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনায় ভক্তকুল একে একে দুই করে নিয়েছেন।
