নিউজ ডেস্ক ::ট্রাম্প যে আমেরিকার অর্থনীতির আমূল পরিবর্তন করতে চলেছে সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তা বাস্তবে রূপ দেওয়া শুরু করেছেন ট্রাম্প। ট্রাম্প যখন ফ্লোরিডা থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত ইস্পাতের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে”। যখন তাকে অ্যালুমিনিয়ামের শুল্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি স্পষ্টভাবে বলেন, “অ্যালুমিনিয়ামও” শুল্কের আওতায় আসবে। পাশাপাশি, এই সপ্তাহের শেষের দিকে অন্যান্য আমদানি শুল্কও ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
স্বাভাবিক কারণেই এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কানাডা ও মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে তিনি কানাডা, মেক্সিকোসহ সমস্ত দেশের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প আরও বলেন, তিনি “পারস্পরিক শুল্ক” (Reciprocal Tariffs) আরোপ করবেন, সম্ভবত মঙ্গলবার বা বুধবারের মধ্যে। এর মানে, যে দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের উপর সমপরিমাণ আমদানি শুল্ক আরোপ করবে।
