নিউজ ডেস্ক ::যে যুগে বাচ্চাদের মোবাইলের নেশা ছাড়ানো যাচ্ছে না, সেই যুগে শিল্পী সৌমেন করের এই অভিনব শিল্পকলা সকলের মন কেড়েছে। সামান্য একটু কাদামাটি ঘাটার আগ্রহ জাগরিত করছে শিল্প চেতনা। যা, শিশুদের বিকাশের ক্ষেত্রেও সাংস্কৃতিক ধারাকে উন্নত করে।
অতীতের কাদামাটি মাখা পুতুল তৈরির আগ্রহ যেন নতুন করে তাদের জীবনে ফিরিয়ে দিচ্ছে ‘প্লে উইথ ক্লে’। ইতিমধ্যেই রাজ্যের প্রায় সাতটি জেলায় ঘুরে ঘুরে প্রায় চার হাজারের অধিক শিশুদের এমনই কাদা মাটির শিল্প চেতনা জাগরিত করছেন গোবরডাঙ্গার শিল্পী সৌমেন কর। তার ব্যক্তিগত উদ্যোগে এই শিল্প চেতনার কাজ শুরু করলেও বর্তমানে রাজ্য সরকারের তরফে মিলছে সহযোগিতা। এর মধ্য দিয়ে ভবিষ্যতে একটা রোজগারের পথ হতে পারে।
মাটির আলঙ্কার থেকে শুরু করে প্রতিমা নির্মাণ পর্যন্ত শেখার সুযোগ আছে এখানে। এখন জেলা সহ পার্শ্ববর্তী জেলার বহু শিশু থেকে কলেজ পড়ুয়ারাও শিল্পীর গোবরডাঙ্গার স্টুডিওতে এসে কাদা মাটি ব্যবহার করে খেলার মধ্যে দিয়েই নানা চোখ ধাঁধানো জিনিসপত্র তৈরি করছে। এই ক্লাসে সৌমেন বাবুর হাত ধরেই যার যা ইচ্ছা তাই বানানো শিখছে মাটি দিয়ে। কেউ বানাচ্ছে মূর্তি কেউ আবার প্রকৃতির রূপ ফুটিয়ে তুলছে মাটির ক্যানভাসে, খেলতে খেলতেই মাটি দিয়ে তৈরি হচ্ছে অপরূপ শিল্প সৃষ্টি। খুলে গেছে শিল্পের এক নতুন জগৎ।
