নিউজ ডেস্ক ::উত্তর দিনাজপুর আনারস ও ফুল চাষের জন্য যথেষ্ট নাম করেছে। ওখানে এখন বিভিন্ন ধরনের ফুল চাষ হচ্ছে ও তা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। বাড়ির অল্প জায়গায় কিংবা টবে চাষ করতে পারবেন আমেরিকান জবা। এই ছোট গাছে দেবে প্রচুর ফুল গামলা ভর্তি হয়ে যাবে ফুলে। আমেরিকান উন্নত প্রজাতির এই জবা চাষ করলেই সারা বছর গাছ ভরে উঠবে ফুলে।জবা ফুল চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অনেক চাষিরা। বাঙালির অতি পরিচত এই ফুল রোপণের উত্তম সময় ভাদ্র-অশ্বিন। তবে আমেরিকান জবা, আপনি যে কোন সময় রোপণ করতে পারেন। যদি কিছুটা জমি থাকে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। ভালো লাভের সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের কৃষি দপ্তর আমেরিকান জবা চাষ নিয়ে খুবই আশাবাদী। কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান, সব ধরনের মাটিতে জবা ফুল চাষ করা গেলেও সুনিষ্কাশি বেলে-দোঁয়াশ মাটি এই উন্নত প্রজাতির ফুলের জন্য বেশি উপযুক্ত। তবে সার মিশিয়ে বাগান বা টবের মাটি তৈরি করলে ফুলের গুণগত মান অনেক ভাল হয়।এইজবা ফুলের চারা রোপনের জন্য আলো বাতাসপূর্ণ স্থান নির্বাচন করতে হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। তবে এই জবার বিশেষ বৈশিষ্ট্য হল এই আমেরিকান কিংবা আফ্রিকান জবা গাছগুলো ৩/৪ ফিট হয় তার বেশি বাড়ে না। কিছুটা যত্ন নিতে হয়। প্রয়োজনে কিছু কীটনাশক দিতে হতে পারে।
