‘আগামী ১০০ বছর আর বিদ্যুৎ ঘাটতি থাকবে না’ – মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক ::বুধবার বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “দেউচা পচামির জন্য যাদের জমি নেওয়া হয়েছে তাঁদের কর্মসংস্থান ইতিমধ্যে করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে।” তিনি এও বলেন, “এখন আমাদের জমিতে কাজ হচ্ছে। যাঁরা জমি দিতে চাইবেন আমরা নেব। এবং তাঁর জন্য আমরা ক্ষতিপূরণ দেব।” দেউচা পচামি’-র হাত ধরে লোডশেডিংয়ের সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, ভবিষ্যত প্রজন্মেরও কর্মসংস্থান হবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, এটি গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প।

আশাবাদী মমতা। আগামী জেনারেশনের সুবিধা হবে। একশো বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়…এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে। স্বল্প মূল্যে যাতে বিদ্যুত পান তাই এই প্রোজেক্ট তৈরি করছি।” তিনি আরও বলেন, “ওইখান থেকে যে কয়লা পাব, তাতে একশো বছরে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য আগামী দিনে বিদ্যুতের দাম কমবে।” তিনি এও বলেন, রাজ্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে না, বাড়াচ্ছে CESC – যা নিয়ে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *