নিউজ ডেস্ক ::এর আগে বিজয়া’ সিরিজে রণং দেহি মায়ের চরিত্রে ধরা দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ফের সায়ন্তন ঘোষালের হাত ধরে এক মায়ের কঠিন লড়াইয়ের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী। ছবির নাম ‘অশনি’। কলকাতার প্রেক্ষাপটে এক বাঘিনী মায়ের গল্প বুনেছেন পরিচালক। যেখানে দেখা যাবে বিশ্বাসঘাতকদের শত ষড়যন্ত্রের মাঝেও কীভাবে মেয়েকে নিয়ে বেঁচে রয়েছে পূর্বা ওরফে স্বস্তিকা? অতীতের কালো ছায়া পেরিয়ে যখন মেয়েকে বুকে আঁকড়ে সবে সংসারে সুখের মুখ দেখেছিল পূর্বা, ঠিক সেসময়েই দুবৃত্ত, স্বার্থান্বেষীদের কুনজর পড়ে মা-মেয়ের উপর। এখন প্রশ্ন – কতটা সফল হবে এই জুটি। ইতিমধ্যে দিতিপ্রিয়া অনেকের নয়নের মণি হয়ে উঠেছে।
পূর্বর অতীত, আর অতীতের সেই কালছায়া, বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের মাঝে নিজের লক্ষ্যে কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে সর্বহারা পূর্বা? বড়পর্দায় সেই গল্প বলবেন সায়ন্তন ঘোষাল এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘অশনি’। বিজয়ার পর আরও একবার সায়ন্তনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে এই ছবি। স্বস্তিকার মেয়ের ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায়। জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে ‘অশনি’র শুটিং হয়েছে। সিনেমায় স্বস্তিকা এবং দিতিপ্রিয়া ছাড়াও কাস্টিংয়ে চমক রয়েছে! অভিনয় করেছেন শিলাজিৎ, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী-সহ অনেকে।
