প্রকাশ্যে HIV পরীক্ষা করালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার

নিউজ ডেস্ক ::অন্য কোনো কারণে নয়, নয় কোনো সন্দেহে! স্রেফ মানুষকে উদ্বুদ্ধ করতেই তাঁর এই উদ্যোগ।
প্রথমবার প্রকাশ্যে এইডস পরীক্ষা করালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার। তিনিই হলেন ইউকে-র প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম জি-৭ নেতা, যিনি প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করেছেন। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী স্টারমার যুক্তরাজ্যে জাতীয় এইচআইভি পরীক্ষা সপ্তাহের সমর্থনে এই পরীক্ষা করান। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘টেরেন্স হিগিন্স ট্রাস্টের পৃষ্ঠপোষক বেভারলি নাইটের সঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় এইচআইভি পরীক্ষা সপ্তাহের সচেতনতা বৃদ্ধির জন্য এই পরীক্ষা করান।’ এর ফলে সে দেশের মানুষ এগিয়ে আসবে HIV টেস্ট করাতে – এমনই তাঁর ধারণা।

টেরেন্স হিগিন্স ট্রাস্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার বাড়িতে এইচআইভি পরীক্ষা করেছেন।’ তিনি জাতীয় এইচআইভি পরীক্ষা সপ্তাহে অংশগ্রহণ করেন এবং প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করেন। পরীক্ষাটি সম্পন্ন করার পর ইউকে-র প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এটি করা সত্যিই গুরুত্বপূর্ণ এবং আমি এতে অংশ নিতে পেরেও খুশি।’ এটি সহজ পরীক্ষা। আপনি বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারবেন, তাই অংশগ্রহণের জন্য এটি একটি দুর্দান্ত সময়। ২০৩০ সালের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণ নির্মূল করার লক্ষ্য স্থির করেছে ইউকে। তিনি আশা করেন, এভাবে সবাই এগিয়ে এসে টেস্ট করালে অচিরেই নির্মূল হবে এইডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *