নিউজ ডেস্ক ::আজ বাংলাদেশের পাকিস্তানপন্থী বিএনপি নেতারা বাংলাদেশ স্বাধীনতায় ভারতের অবদান মুছে ফেলতে চাইলেও সব অবদান মোছা যায় না। যেমন যায় নি কোচবিহারার সাগরদিঘিতে আনা পাকিস্তানের প্যাটন ট্যাঙ্কটি। সেই মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ভারত পাকিস্তানের পরাজিত এই প্যাটন ট্যাঙ্কগুলি নিয়ে আসে। যেগুলির মধ্যে একটি প্যাটন ট্যাঙ্ক রাখা রয়েছে কোচবিহারের সাগরদিঘি চত্বরে। তবে প্রথমে প্যাটন ট্যাঙ্কটি রাখা ছিল কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে। তারপর দীর্ঘ সময় পরে সম্প্রতি এই প্যাটন ট্যাঙ্ক নিয়ে আসা হয় সাগরদিঘি চত্বরে। বর্তমানে এই দীর্ঘ সময়ের ইতিহাসের সাক্ষী প্যাটন ট্যাঙ্ক আকর্ষণ করে বহু মানুষকে।
জেলার বাইরের মানুষদের কাছেও আকর্ষণের বিষয় এই প্যাটন ট্যাঙ্ক। কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, “১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল ভারত। সেই সময় পশ্চিম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলে এই মুক্তিযুদ্ধ। তারপর এই মুক্তিযুদ্ধে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান। যেটি বর্তমান সময়ের পাকিস্তান নামে চিহ্নিত করা হয়। তবে পাকিস্তানকে সেই সময় যুদ্ধের জন্য বেশ কিছু প্যাটন ট্যাঙ্ক দিয়েছিল আমেরিকা। যুদ্ধে জয়ের পর সেই প্যাটন ট্যাঙ্কগুলি মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ভারতীয় সেনা নিয়ে আসে বাংলাদেশ থেকে।”তিনি আরও জানান, “তারপর কোচবিহারের তৎকালীন জেলা শাসক সেটিকে এনে রাখেন কোচবিহার সাগরদিঘি চত্বরে। সেখানে এই প্যাটন ট্যাঙ্ক বাচ্চাদের ও বড়দের মনোরঞ্জন করেছে বহুদিন। সেটির ভিতরে প্রবেশের ক্ষেত্রেও তখন কোনও বাধা ছিল না। তবে এখন আর ভেতরে প্রবেশ করা যায় না। বহু বাইরের পর্যটক কোচবিহারে আসলে এই প্যাটন ট্যাঙ্ক এর দেখতে ভিড় জমান।
